৩০ শতাংশ খরচ কমবে শুধু সৌদি আরবের হজযাত্রীদের : হাব

২০২২ সালের তুলনায় চলতি বছর হজের ৩০ শতাংশ খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়। এটি শুধু দেশটির হজযাত্রীদের জন্য, কিন্তু বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

হাব জানায়, সৌদি সরকার ২০২৩ সালের হজযাত্রীদের হজব্রত পালনের খরচ ৩০ শতাংশ কমিয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হচ্ছে। প্রকৃতপক্ষে ৩০ শতাংশ খরচ কমানোর বিষয়টি শুধু সৌদি আরবের অভ্যন্তরীণ হজযাত্রীদের জন্য প্রযোজ্য। বাংলাদেশ কিংবা অন্যান্য দেশের হজযাত্রীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

হজের মতো স্পর্শকাতর বিষয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি তৈরি না হয়, সেজন্য বিষয়টি স্পষ্ট করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসের শেষ সপ্তাহে এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

Share this news on:

সর্বশেষ