শনিবার বিকেল নিয়ে বিড়ম্বনায় ফারকী!

শনিবার বিকেল’ নিয়ে ফের বিড়ম্বনায় পড়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কিছুক্ষণ আগেই তিনি জানতে পেরেছেন, সিনেমাটি ফের পূনঃপরীক্ষণ করা হবে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝেড়েছেন ফারুকী। তিনি লিখেছেন, ‘অসম্ভব বা অবিশ্বাস্য বলে কোনো কিছু আর আমাদের দেশে থাকতে দেবে না— এই মর্মে পণ করেছে আমাদের তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়কে কেন টানছি? চাঁদের নিজস্ব কোনো আলো নেই, ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই, তেমনই সেন্সর বোর্ডেরও নিজস্ব কোনো মত নেই! তথ্য মন্ত্রণালয়ের ইচ্ছাই সেন্সর বোর্ডের ইচ্ছা। তো সাধারণত অন্যায়-অনিয়ম করা হলেও সেগুলো একটা নিয়মের মেক-আপের আড়ালে করা হয়। দুঃখজনক হচ্ছে, শনিবার বিকেলের ক্ষেত্রে সেই মেকআপ রক্ষা করারও প্রয়োজন বোধ করছে না তারা।’

ফারুকী আরও লেখেন, ‘গত ২১ জানুয়ারি আপনারা সবাই জেনেছিলেন, আপিল কমিটি সিদ্ধান্ত নিয়েছে ডিসক্লেমার যুক্ত করে শনিবার বিকেল ছেড়ে দেওয়ার। কয়দিন আগে দিল্লী হাইকোর্টও ফারাজ সিনেমার ব্যাপারে একই অভিমত দিয়েছিল। আপনাদের মতো আমরাও ভেবেছিলাম, যাক সকল নাটক শেষ হলো। কিন্তু কিছুক্ষণ আগে আবার আমরা জানলাম, তথ্য মন্ত্রণালয় তার তৈরি করা আপিল কমিটির সিদ্ধান্তও মানতে নারাজ। ফলে আবারও শনিবার বিকেল পূনঃপরীক্ষণের জন্য সেন্সর বোর্ড আপিল কমিটির সভা ডেকেছে। আই মিন, সিরিয়াসলি! একটা রাষ্ট্র যখন তার নিজের বানানো প্রতিষ্ঠানেই ভরসা রাখতে পারে না, তখন বুঝতে হবে আমরা সিরিয়াস প্রবলেমে আছি।’

সেন্সর বোর্ডের টালবাহানার প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ফারুকী বলেন, ‘আমরা সেন্সর বোর্ডের এই টালবাহানার কড়া নিন্দা জানাই, সব চেয়ে উঁচু কণ্ঠে! একই সঙ্গে আমরা সবাইকে আহ্বান জানাই, ন্যায়বিচারের এই বিস্ময়কর নতুন মানদণ্ডের প্রতিবাদ করার জন্য। আমরা যদি না জাগি তাহলে আমাদের দেশেই আমরা এ রকম তৃতীয় শ্রেণির নাগরিক হিসেবে ট্রিটমেন্ট পাব। আপাতত আমাদের এই আছে বলবার। এই বিষয়ে আগামী ৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলব।’

নির্মাতার ভাষ্য, দেশের বাইরে যারা আছেন, তাদের জন্য আমাদের বলবার কথা এইটুকুই— দেশে মুক্তি বিলম্বিত হলেও, দেশের বাইরে যাতে আপনারা দ্রুতই শনিবার বিকেল দেখতে পারেন সেজন্য আমাদের আন্তর্জাতিক পার্টনার এবং জার্মান প্রযোজক কাজ করছেন। খুব দ্রুত এই বিষয়ে আপডেট জানবেন। আমরা থামছি না। আমাদের দাবায়ে রাখা যাবে না।’

Share this news on:

সর্বশেষ

img
ধান কাটা, ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল, তবে সন্তোষজনক : ওবায়দুল কাদের May 08, 2024
img
২৩ ফুট লম্বা শাড়ির আঁচলে রূপকথার পরী আলিয়া! May 08, 2024
img
সাকিব-সৌম্য-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা May 08, 2024
img
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি May 08, 2024
img
জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী May 08, 2024
img
এক লাফে ৭ টাকা বেড়ে ডলারের দাম উঠল ১১৭ টাকায় May 08, 2024
img
শুধু ইসলাম নয়, সব ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করছে সরকার’ May 08, 2024
img
বাংলাদেশে করোনা টিকা চলবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী May 08, 2024
img
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী May 08, 2024
img
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত May 08, 2024