তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৮০০

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডির কর্মকর্তা অরহান তাতার জানিয়েছেন, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৮১ হয়েছে। এছাড়াও ২০ হাজার ৫২৬ ব্যক্তি আহত হয়েছেন এবং মোট ৫ হাজার ৭৭৫ ভবন ধসে পড়েছে। 

সিরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৫৩১ জন। ফলে ২ দেশ মিলিয়ে মৃতের সংখ্যা ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। 

Share this news on:

সর্বশেষ