দুই হাজার রুপির জন্য ট্রেনের সামনে ঝাঁপ

রেল লাইনে পড়ে যাওয়া দুই হাজার রুপি উঠাতে চলন্ত মেট্রো রেলের নিচে ঝাঁপ দিয়েছেন ভারতের এক নারী।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দিল্লি মেট্রোর দ্বারকা মোড় স্টেশনে এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।

আঘাত পেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই নারী। ঘটনার পর হইচই পড়ে যায় নয়াদিল্লির ঐ মেট্রো স্টেশনে।

এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার সকালে স্টেশনে যাত্রীরা মেট্রোর জন্য অপেক্ষা করছিল। সে সময় সবাইকে চমকে দিয়ে মেট্রোর লাইনে ঝাঁপ দেন ঐ নারী। ঝাঁপ মেরেই তুলে নিলেন মেট্রোর রেললাইনে পড়ে থাকা দু’হাজার রুপির নোটটি। ঠিক তখনই দ্রুত গতির ট্রেনটি তার কাছাকাছি চলে আসে।

ঘটনার পর দিল্লি মেট্রো রেল সার্ভিসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, রেললাইনে পড়ে থাকা দুই হাজার রুপি তোলার জন্যই ওই নারী সেখানে ঝাঁপ দিয়েছিলেন। ঠিক সে সময় নয়ডা অভিমুখে যাওয়া ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকছিল।

দিল্লি মেট্রোর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সূত্র জানায়, ঘটনার পরপরই লাইনে ঝাঁপ দেওয়া ওই নারীকে আটক করা হয়। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষে একটি মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হয় ওই নারীকে।

এ ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য মেট্রোর লাইন সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ