এক হাজার কোটির ঘরে শাহরুখের ‘পাঠান’

বিশ্বব্যাপী এখনও অব্যাহত রয়েছে শাহরুখের ‘পাঠান’ ঝড়। ইতোমধ্যে বক্স-অফিসে অতীতের রেকর্ড ভেঙে নতুন দৃষ্টান্ত গড়েছে ছবিটি। রীতিমতো এক হাজার কোটির ঘরে শাহরুখের ‘পাঠান’।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মুক্তির ২৬ দিন পার করে সিদ্ধার্থ আনন্দের নির্মিত এই ছবিটি এক হাজার কোটি ছুঁয়ে নতুন এক ইতিহাস গড়েছে।

চার বছর পর ছবিটির মাধ্যমে বড় পর্দায় ফিরে বক্সঅফিস কাঁপালেন বলিউড বাদশাহ। বিতর্কসহ নানা বাঁধা পার করে সাফল্যের চূড়ায় ‘পাঠান’। ভারতীয় বক্স অফিসে ছবিটি অনেক আগেই ‘বাহুবলী’র মতো ছবিকে টেক্কা দিয়ে সফলতা পেয়েছে।

বক্স অফিসের ‘পাঠান’র এই সফলতাই প্রমাণ করে যে আজও বিশ্বজুড়ে অক্ষুণ্ন রয়েছে শাহরুখের জনপ্রিয়তা। হিন্দি ছবি হিসেবে সবচেয়ে আয়কারী ছবির তালিকায় শীর্ষে উঠেছে ‘পাঠান’।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পায় ‘পাঠান’। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের তালিকায় নতুন সংযোজন এটি। ছবির বিশেষজ্ঞরা আশা করছেন শাহরুখ-দীপিকার ‘পাঠান’ এমন রেকর্ড গড়বে যা পরবর্তীতে অতিক্রম করা অন্য ছবির পক্ষে অসম্ভব হয়ে পড়বে।

Share this news on:

সর্বশেষ