সাকিব-তামিম দ্বন্দ্ব কতটুকু আছে জাতীয় দলে ?

সাকিব-তামিমের সম্পর্ক আবার আলোচনায়। খোদ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সামনে এনেছেন এই ইস্যু। দুই ক্রিকেটারের টানা পোড়নের খবর এখন দেশের ক্রিকেটের আলোচনার তুঙ্গে। অবশেষে সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। 

আজ রবিবার (২৬ ফেব্রুয়ারি) দলীয় অনুশীলনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক তামিম। 

তিনি জানান, ‘সব কিছু স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। আজ না, অনেক দিন। রেজাল্টও দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখন এমন ফল আসে। সব কিছুই স্বাভাবিক আছে।’

তামিম বলেন, আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি ও সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরে মাঠে নামি, তখন আমি আমার সেরাটা দিই; সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি, তখন যে কোনো পরামর্শ চাই, সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে, তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটির জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই।

Share this news on:

সর্বশেষ