বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু আজ

আজ শুরু বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১২টায় শুরু হবে প্রথম ওয়ানডে।

এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ। কারণ প্রতিপক্ষ ইংল্যান্ড বেশ শক্তিশালী। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও তারা।

বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটাকে দেখছেন ‘নিজেদের বাজিয়ে দেখার সুযোগ’ হিসেবে।

তবে এক দিনের ক্রিকেটে বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। বিশেষ করে নিজেদের ঘরের মাঠে তামিম ইকবালের বাংলাদেশ যেন বর্তমানে অপ্রতিরোধ্য। ঘরের মাঠে সর্বশেষ সাতটি ওয়ানডে সিরিজই জিতেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের সেই ধারা ধরে রাখার পণ নিয়েই নামবেন তামিমরা। কোচ হাথুরুসিংহেও তেমনটাই চাইছেন। কিন্তু তিনি এটাও মনে করছেন, ঘরের মাঠে নিজেদের ভালো দল হিসেবে প্রমাণের দারুণ একটা সুযোগ ইংল্যান্ড সিরিজ।

তবে পরিসংখ্যানে এগিয়ে রয়েছে ইংলিশরাই। ২১টি ওয়ানডেতে ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে ১৭টিতে জয় ইংলিশদের আর বাকি ৪টিতে জয় বাংলাদেশের। বাংলাদেশের সামনে সুযোগ অতীত পরিসংখ্যান ছাপিয়ে নতুন ইতিহাস গড়ার। পারবে কি সাকিব-তামিমরা সাম্প্রতিক সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে মাঠে শতভাগ উজাড় করে দিতে, তা তো সময়ই বলে দেবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ

জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, জোফরা আর্চার, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড।

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024