ট্রলির ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত, হাসপাতালে ৫

মাদারীপুরের শিবচর উপজেলায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৫ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার চরশ্যামাইল এলাকায় ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফজলুল হকের ছেলে শরীফ হোসেন (২৫)। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে শরীফ ও অন্যান্য শ্রমিকেরা নসিমন (শ্যালো ইঞ্জিন চালিত থ্রি হুইলার) গাড়িতে করে শিবচর থেকে চরশ্যামাইলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি নসিমনটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। পরে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে ফরিদপুর ও দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রোববার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নসিমন ও ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। কোনো চালককে আটক করা যায়নি।

Share this news on: