স্বজনদের অপেক্ষা,ফিরবে তো প্রিয়জন ?

"হাসপাতালে গিয়ে খোঁজ করেছি,ফোনও বন্ধ" বলে হাও মাও করে কেঁদে ওঠেছেন এক তরুণ। চট্রগ্রাম থেকে এসেছেন তিনি। 

বিস্ফোরণের প্রায় ১৮ ঘন্টা পরেও পাওয়া যাচ্ছে না তার চাচা মেহেদী হাসান ওরফে স্বপনকে। এমন আরও অনেকেই পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে ভবনের নিচতলায় আটকে পড়েছে তারা।স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠেছে গুলিস্থানের আকাশ।

রাজধানীর সিদ্দিকবাজারের গতকাল মঙ্গলবার(৭ মার্চ ) একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বেজমেন্টে আছে বাংলাদেশ স্যানিটারি ও আনিকা এজেন্সি নামের দুটি দোকান। দুটি দোকানই স্যানিটারিসামগ্রীর। বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ স্যানিটারির ব্যবস্থাপক মেহেদী হাসান ওরফে স্বপন ও আনিকা এজেন্সির মালিক মমিনুদ্দিন সুমনের খোঁজ এখনো মেলেনি। স্বজনদের ধারণা, দুজনই বেজমেন্টের ভেতর আটকে আছেন।

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা, আরেকটি পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। আহত অনেকে। 

ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা আজ সকাল আট টায় পুনরায় আবার শুরু হয়েছে। 

Share this news on: