৫০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান হাসান

ক্রিকেটে পরিবর্তনের বাতাস বইছে অনেক দিন ধরেই। গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। এক প্রজন্মের বিদায় ঘটতে ঘটতেই পথচলা শুরু হয়েছিল নতুনদের। বেশ কয়েকজন পেসারই উঠে এসেছেন এই সময়ে। তাদেরই একজন পেসার হাসান মাহমুদ।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন ২৩ বছর বয়সী এই পেসার। তার দুর্দান্ত ডেথ বোলিংয়ে শেষ ৫ ওভারে ৩০ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার মিরপুর শেরে বাংলার মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসারের কাছে জানতে চাওয়া হয় ক্যারিয়ার শেষে কত উইকেট দেখতে চান নিজের নামের পাশে। জবাবে হাসানের অকপট জবাব, 'অবশ্যই ৫০০ উইকেট।'

এরপর তার কাছে জানতে চাওয়া হয় আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে অনুসরণ করেন কি না। জবাবে হাসান বলেছেন, 'কেউ না। এমনি বোলিং দেখতে ভালো লাগে সবার।'

ডেথ ওভারে নিজের পরিকল্পনা জানিয়ে হাসান জানালেন, 'আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।'

Share this news on:

সর্বশেষ