যেভাবে প্রাণে বাঁচলেন মালয়েশিয়ার নূর হামজা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে হামলার সময় সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন মালয়েশিয়ার নাগরিক নূর হামজা। নিউজিল্যান্ড হেরাল্ডকে জানিয়েছেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে বেঁচে ফিরেছেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে এই হামলার ঘটনা ঘটে। মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলার ঘটনায় দুই বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন।

৫৪ বছর বয়সী নূর হামজা জানান, যখন গুলি করা শুরু হলো তখন তিনি মসজিদের বাইরে থাকা অন্যান্যদের সঙ্গে প্রাণে বাঁচতে দৌড়ান। মসজিদের পেছনে গাড়ি পার্কিং এলাকায় গিয়ে লুকিয়ে পড়েন তিনি।

তিনি জানান, কমপক্ষে ১৫ মিনিট ধরে গুলি চালানোর শব্দ শুনতে পেয়েছেন তিনি। এরপর সশস্ত্র পুলিশ বাহিনী এসে মসজিদটি ঘিরে ফেলে। অনেকগুলো মৃতদেহ সামনের প্রবেশদ্বারের সামনে পড়ে থাকতে দেখেছেন তিনি।

মসজিদের জানালার কাছে অনেক লাশের স্তূপ দেখতে পেয়েছেন নূর হামজা।

আশির দশকের শুরুর দিকে মালয়েশিয়া থেকে নিউজিল্যান্ডে পড়াশুনা করতে আসেন হামজা। ১৯৯৮ সাল থেকে তিনি এখানে স্থায়ীভাবে থাকা শুরু করেন। নিউজিল্যান্ডে আসার পর থেকে এমন ‘নৃশংস হত্যাকাণ্ড’ কখনোই দেখেননি বলে জানান তিনি।  

হামজা বলেন, ‘নিউজিল্যান্ডের জন্য এই ঘটনা একটি দুর্যোগ। একটা কলঙ্কজনক দিন।’

‘আমি কল্পনাও করতে পারছি না এমন ঘটনা ঘটবে। আমার মাথায় এখনও কিছু ঢুকছে না। আমার মনে হচ্ছে, আগামী কয়েক দিন মানসিকভাবে বিপর্যস্ত থাকব। আশাকরি এই ট্রমা কাটিয়ে উঠতে পারব আমি।’

 

 

টাইমস/এসআই

Share this news on: