মুসলিম বন্ধুদের সঙ্গে নামাজ পড়েন হিন্দু তরুণ

হিন্দুদের দীপাবলি উৎসবে মুসলিম ছেলেকে নিরাপদে মসজিদে পৌঁছে দিচ্ছে হিন্দু মেয়ে। সম্প্রীতির চিত্র তুলে ধরা ভারতের এই বিজ্ঞাপন সম্প্রতি ভাইরাল হয়েছিল ইন্টারনেট দুনিয়ায়। বন্ধুত্ব ও ভালোবাসার পথে ধর্ম যে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সেই কথাকেই আবার প্রতিষ্ঠা করল ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্ট।

‘হিউম্যানস অব বম্বে’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দেখা মসজিদের বাইরে বসে আছেন চারজন তরুণ। তাদের তিনজনের মাথায় আছে টুপি। শুধু তিনজনের মধ্যে বসে থাকা এক তরুণের মাথায় নেই টুপি। কারণ তিনি হিন্দু। তবে তারা চারজনেই খুব ভালো বন্ধু। বন্ধুত্বের পাশাপাশি নিজ নিজ ধর্ম নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে।

এই চারজনের বন্ধুত্ব তুলে ধরা ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছে কীভাবে তারা জেনে নিচ্ছে একে অপরের ধর্মকে।

সেখানে লেখা রয়েছে, ‘এই চারজন একে অপরের খুব ভালো বন্ধু। প্রত্যেকদিন সন্ধ্যায় তারা এখানে আসেন নামাজ পড়তে। মাঝের জন একজন হিন্দু। তবুও তিনি আসেন। কারণ কাজের পর এভাবেই তারা নিজেদের মধ্যে সময় কাটান।’

হিন্দু তরুণের সঙ্গে মুসলিম তরুণদের ধর্ম নিয়ে আলোচনার প্রসঙ্গে ওই পোস্টে আরও লেখা হয়েছে, ‘আমরা তার জন্য প্রার্থনা করি, সেও আমাদের জন্য প্রার্থনা করে। এমনকি কোরআনের বিভিন্ন অংশও তার জানা। আমরাও তার কাছে শিখেছি গায়ত্রী মন্ত্র।’

এরপরই পোস্টে তোলা হয়েছে একটি প্রশ্ন। সর্বধর্ম সমন্বয় নিয়ে নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন, ‘যদি গোটা বিশ্ব এটা বুঝত তাহলে কী পৃথিবীর বুকেই স্বর্গ গড়ে উঠত না?’

 

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ