সায়েন্সল্যাবে বিস্ফোরণ : আহত ঢাবি শিক্ষার্থী নূরনবীর মৃত্যু

রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূরনবী মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাই আলী হোসেন বলেন, আমার ভাই নূরনবী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার দড়িগাঁও এলাকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নূরনবীর মৃত্যুর বিষয়টি ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ সকালে রাজধানীর সায়েন্সল্যাবে একটি ভবনের তিনতলায় ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসে বিস্ফোরণ ঘটে। এতে ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূরনবী গুরুতর আহত হন। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Share this news on:

সর্বশেষ