শাকিব খানকে এবার সেই প্রযোজকের আইনি নোটিশ, তিন দিনের আল্টিমেটাম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনার পর এবার তাকে আইনি নোটিশ পাঠালেন সেই কথিত প্রযোজক রহমত উল্লাহ। মঙ্গলবার রাত ৮টার দিকে লিগ্যাল নোটিশটি শাকিব খান গ্রহণ করেছেন বলেও দাবি প্রযোজকের।

কিং খানের বিরুদ্ধে এফডিসির সংগঠনগুলোতে লিখিত অভিযোগ জানানোর পর গত শনিবার রাতে তিনি গুলশান থানায় গিয়েছিলেন রহমত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে। যদিও সে মামলা নেওয়া হয়নি। সে সময় থানা থেকে বেরিয়ে শাকিব খান রহমত উল্লাহকে ভুয়া প্রয়োজক বলে অ্যাখ্যা দেন।

পরদিন শাকিব খান যান মিন্টো রোডে ডিবি কার্যালয়ে। সেখান অভিযোগ জানিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রযোজক রহমত উল্লাহকে ‘বাটপার, প্রতারক’ বলে ধুয়ে দেন। কিং খানের এসব মন্তব্যের জেরেই তাকে রহমত উল্লাহর পক্ষে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘আমাদের মক্কেল রহমত উল্ল্যাহ একজন প্রযোজক হওয়া স্বত্বেও দেশের বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার নামে মিথ্যা, মানহানিকর এবং আক্রমণাত্মক মন্তব্য/বিবৃতি দিয়েছেন।’

‘গত ১৯.০৩.২০২৩ তারিখে বিকেলে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে গণমাধ্যমকে আপনি বলেছেন, রহমত উল্লাহর মতো একজন ভুয়া, প্রযোজক নামধারী, বাটপার, প্রতারক সবার সঙ্গে প্রতারণা করেছে এবং এফডিসিতে গিয়ে শিল্পী সমিতি, পরিচালক প্রযোজক সমিতিতে ভুয়া প্রযোজক বিচারক বিচার চেয়েছে। এছাড়া গোয়েন্দা শাখাকে বলেছেন যে, রহমত উল্লাহ প্রযোজক না হয়ে আজেবাজে প্রপাগান্ডা সৃষ্টি করেছেন, যা অসত্য।’

নোটিশে আরও বলা হয়েছে, ‘আপনি রহমত উল্লাহকে সামাজিকভাবে হেয় করার জন্য এবং খারাপ উদ্দেশ্য নিয়ে এই মন্তব্য করেছেন। এতে তার সুনাম নষ্ট হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমের সামনে অপমানজনক, মিথ্যা মন্তব্য/বিবৃতি দেওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং ২৯ এর অধীনে ফৌজদারি অপরাধে আওতায় পড়ে। যাতে পেনাল কোড ১৮৬০-এর ধারা ৪৯৯ এবং ৫০০ এর অধীনে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার অধিকার রাখে।’

এই নোটিশ প্রাপ্তির তারিখ থেকে তিন দিনের মধ্যে গণমাধ্যমের সামনে দেওয়া আপনার মন্তব্য/বিবৃতিগুলো সরিয়ে নেয়ার অনুরোধ করা হচ্ছে। তা না হলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য আমাদের মক্কেলে কাছ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে।’

লিগ্যাল নোটিশটি শাকিব খান পেয়েছেন কি না জানার জন্য তার ফোনে কল করা হলে তাকে পাওয়া যায়নি। তবে প্রযোজক রহমত উল্লাহ ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, প্রাপক লিগ্যাল নোটিশটি পেয়েছেন।

তিনি লেখেন, অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ। লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে আমার প্রতিনিধিত্বকারী বিজ্ঞ আইনজীবী ডক্টর মো. তবারক হোসেন ভূঁইয়া। গতকাল (মঙ্গলবার, ২১মার্চ) রাত আনুমানিক ৮টার সময় এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক।’

তিনি লিখেছেন, ‘যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এ ব্যাপারে আপাতত আর কোনো বক্তব্য আমি দেব না। এখন থেকে এই বিষয়ে যে কোনো ধরনের বার্তা দেয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে গত ১৫ মার্চ বিকালে শাকিব খানের নামে মিথ্যা আশ্বাস ও ধর্ষণের অভিযোগ এনে সশরীরে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী ও ক্যামেরাম্যান সমিতি বরাবর এমন লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ।

ওই প্রযোজক অভিযোগে জানান, ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং চলাকালীন নিজের হোটেল কক্ষে এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এ ঘটনায় কিং খানের নামে মামলা হয়, তিনি গ্রেপ্তারও হন। এরপর থেকেই উত্তাল দেশের শোবিজপাড়া।

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024