চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে রোহিঙ্গাসহ তিনজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ও শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৫৫), কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমুড়া বৃটিশপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মাজেদ (২০) ও মো. জিন্নাহ (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ বলেন, শনিবার সকালে নগরীর শাহ আমানত সেতু এলাকায় সৌদিয়া পরিবহনের বাস থেকে রুহুল আমিনকে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। একই সময় সিনেমা প্যালেস মোড় থেকে ২ হাজার ইয়াবাসহ মাজেদকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার রাতে পুরাতন রেলস্টেশন এলাকায় পৃথক আরেকটি অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ জিন্নাহকে গ্রেপ্তার করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on: