মিরপুরে অবিশ্বাস্য এক সুপার শপ

৯ টাকায় বিক্রি হচ্ছে এক লিটার তেল, চার টাকায় পাওয়া যাচ্ছে দুই হালি ডিম। এক কেজি চালের দাম তিনটা। নাম মাত্র মূল্যে বিক্রি হচ্ছে কাঁচা তরকারি,মাছ মাংস থেকে শুরু করে শিশুদের কাপড়,শাড়ী,লুঙ্গি, আছে শিক্ষা উপরকরণও। 

রমজান মাস জুড়ে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন মিরপুরে খুলেছে হ্যাপিনেস সুপার স্টোর। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত চলে এই সুপার শপ। 

রাজধানীতে দীর্ঘদিন নিরাপত্তাকর্মীর কাজ আব্দুল গফুর। স্বল্প আয়ে ৯ সদস্যের পরিবার চালান তিনি।বিদ্যানন্দের সুপার শপ থেকে বাজার করতে পেরে দারুণ খুশি তিনি। বলেন, ' খুব আন্দদ হচ্ছে, এরআগে কখনো সুপার শপে বাজার করিনি।

নয় হাজার টাকা বেতনে নিরাপত্তাকর্মী কাজ করেন হোসেন মিয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বাহিরে বাজার করা খুবই কষ্ট হয়ে যায় তার। খেয়ে না খেয়েই চলে সংসার। বলেন,' জিনিসের যা দাম তাতে আমার কম বেতনে বাজার করা কঠিন।

নিরাপত্তাকর্মী,পরিচ্ছন্নতাকর্মী,গৃহকর্মী,রিকশা চালক ভ্যান চালক নিম্ন আয়ের অনেকেই এই সুপার শপে বাজার করতে পারবেন। সুপার শপে প্রথম বাজার করতে পেরে খুশি অনেকই। 

প্রতিদিন বিদ্যানন্দের এই সুপার শপ থেকে বাজার করছে ১০০ থেকে ১৫০ জন নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ। তাদের হাতে কমদামে পণ্য তুলে দিতে পেরে খুশি বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবী ফাতেমা আক্তার বলেন,' নিম্ন আয়ের মানুষেরা বিনামূল্যে এখান থেকে বাজার করতে পেরে তারা যেমন খুশি তেমনি আমরাও তাদের হাতে এসব বাজার তুলে দিতে পেরে খুশি।

শুধু রমজান মাস নয়,সম্ভব হলে সারা বছরই এমন আয়োজন করার কথা ভাবছে এ বছর একুশে পদক পাওয়া বিদ্যানন্দ ফাউন্ডেশন। স্বেচ্ছাসেবী তাহমিনা অনু বলেন,' আমরা খুব দেখে শুনে তারপর কার্ড দিচ্ছি আর একটা পরিবার একটা কার্ড পাবে। বেশিরভাগ অসহায় ও বৃদ্ধ মানুষদের এই কার্ড দেওয়া হচ্ছে। প্রতিদিন প্রায় ১০০ থেকে ১২০ জন আসেন বাজার করতে। শুধু রমজান মাসের জন্য হলেও মানুষের সাড়া পেলে সারাবছর করার চিন্তা ভাবনা আছে আমাদের। 

সমাজের বিত্তবানরা এগিয়ে এলেই হয়তো এমন মহৎ উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব বিদ্যানন্দর।

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024