ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

বুধবার (২৯ মার্চ) সকাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নান উৎসবের কারণে চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে মোঘরাপাড়া পর্যন্ত ছয় কিলোমিটারে তীব্র যানজট সৃষ্টি হয়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে মোঘরাপাড়া পর্যন্ত তীব্র যানজট একপর্যায়ে লাঙ্গলবন্দ এলাকায় ছড়িয়ে পড়ে।

যানজটের কবলেপড়া যাত্রী মাসুদ রানা বলেন, মোগরাপাড়া চৌরাস্তার উদ্দেশে যাত্রা করেছি। মাত্র ১০ মিনিটের পথ অতিক্রম করতে সময় লেগেছে এক ঘণ্টা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম জানান, লাঙ্গলবন্দে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়েছে। মোগড়াপাড়া, লাঙ্গলবন্দ ও বন্দর এলাকায় ওই যানজট দেখা যায়। দুদিনব্যাপী মহাষ্টমী স্নানোৎসবের কারণে এখানে হিন্দু সম্প্রদায়ের কয়েক লাখ মানুষের সমাগম হয়েছে। এর কারণে ঢাকা-চট্টগ্রাম

মহাসড়কে সকাল থেকে দীর্ঘ এ যানজট সৃষ্টি হয়। তবে স্নান শেষে পুণ্যার্থীরা ফিরে যাওয়া শুরু করলে যানজট অনেকটাই কমে যাবে।

Share this news on: