যে পাঁচ কারণে ভি২৭ই সেরা


নজরকাড়া ফটোগ্রাফি, দারুণ সব ভিডিও, দৃষ্টিনন্দন লুক, স্মার্ট স্টোরেজ। স্মার্টফোনে এইসব না থাকলে কি আর স্মার্ট কথাটার কোনো মানে হয়! ভিভোর ভি সিরিজের স্মার্টফোন সব সময় কাজ করে এসব জায়গাগুলো নিয়েই। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান দেশে এনেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি২৭ই। ফটোগ্রাফি আর ভিডিওতে নতুন অভিজ্ঞতা দেবে ভি২৭ই।

গত ২ এপ্রিল ভি২৭ই যাত্রা শুরু করেছে বাংলাদেশে। ভি২৭ই এর পাশাপাশি ভি২৭ ফাইভজিও এনেছে ভিভো।

পোর্ট্রেট ফটোগ্রাফির প্রেমে

ভি২৭ই এর ক্যামেরা প্রযুক্তি দিবে নতুন ধারণা। বিশেষ করে পোর্ট্রেট ফটোগ্রাফিতে এমনই আনন্দ পাবেন, এ কাজের প্রেমেই পড়ে যাবেন। অন্যরা আপনার কাছেই চলে আসবে পোর্ট্রেট করার জন্য। পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ভি২৭ইতে রয়েছে অরা লাইট পোর্ট্রটে সিস্টেম। মূলত তিনটি ধাপে কাজ করে এই সিস্টেম।

প্রথমেই রয়েছে এর উন্নত প্রযুক্তির রিং লাইট সমৃদ্ধ হার্ডওয়্যার। সাথে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং সেন্সর যা দেবে ক্লিয়ার এবং শার্প ডিটেইলস। শেষে রয়েছে এক্সক্লুসিভ পোর্ট্রটে এলগরিদম অরা লাইট যা স্বয়ংক্রিয়ভাবে আলোর তীব্রতা ও স্বল্পতা অনুসন্ধান করে প্রয়োজনীয় আলোর ব্যবস্থা করতে সক্ষম। এই তিনের সমন্বয়ে ফটোগ্রাফি হবে স্পষ্ট, সুন্দর, নান্দনিক এবং ন্যাচারাল।

আর সেলফি? ভি২৭ইতে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা সবসময় নিখুঁত সেলফি তোলার ক্ষেত্রে অসামান্য অবদান রাখবে। এই স্মার্টফোনে রয়েছে হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন যা কালার, টোন এবং ব্রাইটনেস ঠিক রেখে চলন্ত অবস্থাতেও দুর্দান্ত ও দৃষ্টিনন্দন ছবি তুলতে পারে।

বাধাহীন ভিডিও কন্টেন্ট

ভি২৭ই স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি নিয়ে আগেই ধারণা দেওয়া হলো। এসব প্রযুক্তি শুধু ফটোগ্রাফি নয় ভিডিওগ্রাফিকেও করবে সমস্যামুক্ত ও দুর্দান্ত। ঈদে খাওয়া দাওয়া আর বেড়ানোর সুযোগ আসবে মেলা। আর এসব ভিডিও না করলে হয়? কন্টেন্ট বানানোর এই তো সময়। আর এই সময় ভি২৭ই এর মত স্মার্টফোনে ভিডিওটাও হয় স্মার্ট আর অসাধারণ।

নিমিষেই চার্জ

ভি২৭ই তে আছে মিডিয়াটেক হেলিও জি৯৯ শক্তিশালী প্রসেসর। পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস১৩। ৪৬০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে রয়েছে ৬৬ ওয়াটের টাইপ সি ফ্লাশ চার্জার। মাত্র ১৯ মিনিটেই হবে ৫০% চার্জ। তাই দীর্ঘক্ষণ চার্জে দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে নিমিষেই।

স্টোরেজে মাস্টার!

জীবন সহজ করে দিয়েছে বিভিন্ন অ্যাপ। কত ধরণের অ্যাপে এখন সহজেই মিলছে সেবা। এসব অ্যাপের জন্য চাই যথাযথ স্টোরেজ। ভি ২৭ইতে ৮ জিবি র‍্যামের সাথে আরো ৮ জিবি এক্সটেন্ডন্ট র‍্যাম এবং ২৫৬ জিবি রমের সুবিশাল স্টোরেজের ব্যবস্থা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে ফানটাচ ওএস ১৩। যা কোনো রকম হ্যাং বা ল্যাগ ছাড়াই দেবে স্মার্ট ব্যবহারের অভিজ্ঞতা। এর মানে কোনো ধরণের বাধা ছাড়াই থাকবে গেমিংয়ে ডুবে থাকার আনন্দ। আর টানা ভিডিওতে মেতে থাকার আনন্দ তো আছেই। কেউই বাধা দিবে না।

স্মার্ট ডিসপ্লে

৭.৭ মি.মি. স্লিম, ফ্লাট ফ্রেমের ভি২৭ইতে রয়েছে ৬.৬২ ইঞ্চি এইডিপ্লাস অ্যামলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে মুভি দেখা মানে হারিয়ে যাওয়া। দেবে অসাধারণ অনুভূতি। মিলবে চোখের আরাম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং করায় মিলবে দারুণ অভিজ্ঞতা।

দেশে ভিভোর অথোরাইজড শোরুম ও ই-স্টোর গুলোতে মিলবে ভিভো ভি২৭ই ও ভি২৭ ফাইভজি। ল্যাভেন্ডার পার্পেল ও গ্লোরি ব্ল্যাক রঙের ভি২৭ই পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকায়। পাশাপাশি নোবেল ব্ল্যাক ও ম্যাজিক ব্লু এই দুই রঙের ভি২৭ ফাইভজি পাওয়া যাবে ৫৪,৯৯৯ টাকায়।

Share this news on:

সর্বশেষ

img
দেশবাসীকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে: ধর্ম উপদেষ্টা Nov 30, 2024
img
বিদ্যুৎ-জ্বালানির বিশেষ বিধান আইন বাতিল করে গেজেট প্রকাশ Nov 30, 2024
img
এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা Nov 30, 2024
img
‘রাষ্ট্র মেরামত ছাড়াই অন্তর্বর্তী সরকার বিদায় নিলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে’ Nov 30, 2024
img
হাসপাতালে আসাদুজ্জামান নূরের ওপর হামলা Nov 30, 2024
img
নবায়নযোগ্য শক্তি উৎপাদনে অব্যবহৃত জমি অধিগ্রহণ করবে সরকার:ফাওজুল কবীর Nov 30, 2024
img
রোববার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় Nov 30, 2024
img
ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না:অর্থ উপদেষ্টা Nov 30, 2024
img
‘ভারতের সব অমিমাংসিত ইস্যুর সমাধান হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান‍্য দেয়া হয়নি’ Nov 30, 2024
img
২১ আগস্ট গ্রেনেড হামলা:হাইকোর্টের রায় রোববার Nov 30, 2024