কুষ্টিয়া থেকে খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের বাস ধর্মঘট চলছে

কুষ্টিয়া-ঝিনাইদ বাস মালিক শ্রমিক ইনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া-খুলনা, কুষ্টিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে।

গত ৫এপ্রিল মধ্যরাতে ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে কুষ্টিয়া বাস স্টাফদের মারধরের অভিযোগ এনে শুক্রবার ভোর ৬টা থেকে ওই দুই রূটে ধর্মঘটের ডাক দেয় কুষ্টিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আগামী ৯ এপ্রিলের মধ্যে দোষিদের আইনের আওতায় আনা না হলে ১০এপ্রিল থেকে কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের বাসচলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারী দেয় সংগঠনটি।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ শনিবার কুষ্টিয়া মালিক শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে জরুরী বৈঠক ডেকেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

অন্যদিকে দুই রুটে ধর্মঘটের ডাক দেয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। নিরূপায় যাত্রীরা সিএনজি কিংবা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে যাচ্ছেন।


Share this news on:

সর্বশেষ