ঈদ যাত্রার বাসের টিকিট বিক্রি কেমন চলছে?

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কাউন্টারগুলো। 

৭ এপ্রিল থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

আজ শনিবার ( ৮ এপ্রিল) সরজমিনে মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়,' যাত্রীদের চাপ খুব বেশি নেই,অনেক পরিবহন অগ্রিম বাস টিকিট বিক্রি শুরু করলেও অনেকই এখনো শুরু করতে পারেনি। অফ লাইনে টিকিট বিক্রি করলেও অনলাইনে এখনো শুরু করেনি টিকিট বিক্রি। 

একতা পরিবহন কাউন্টারের টিকিট বিক্রেতা বলেন,' আমাদের অনলাইন-অফলাইন অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছি, তবে এখনো তেমন যাত্রী চাপ নেই,
আশাকরি ২০ রমজানের পর যাত্রী বাড়বে। 

শাহ ফতেহ আলী পরিবহনের টিকিট বিক্রেতা বলেন,' এখনো আমরা অগ্রিম টিকিট বিক্রি শুরু করি'নি। কিছু জটিলতায় সমস্যা হচ্ছে তবে দুই একদিনের মধ্যে অনলাইনে বিক্রি শুরু করব। 

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান,'
৭ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে। ১৬ এপ্রিল পর্যন্ত সময়ের অগ্রিম টিকিট দেওয়া হবে।

ভাড়ার বিষয়ে শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, বিআরটিএ’র নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাসমালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news on:

সর্বশেষ