সালমানের ভাগ্য বদল হলেও বলিউডে কেন সফলতা পাননি প্রসেনজিৎ?

প্রসেনজিৎ থেকে ‘বুম্বাদা’ হয়ে উঠেছেন কলকাতার সিনেমার মোড় ঘুরিয়ে দেওয়া চিত্রনায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘আন্ধিয়া’, ‘বীরতা’, ‘সোনে কি জঞ্জির’ মতো হিন্দি সিনেমায় কাজ করেছেন। তাঁর ফিরিয়ে দেওয়া ‘মেয়নে প্যায়ার কিয়া’ সিনেমা এখনকার বলিউড ভাইজান করেছে সালমান খানকে।

তবুও বলিউডে কেন সফলতা পেলেন না প্রসেনজিৎ? নিজের প্রথম ওয়েব সিরিজ ‘জুবিলি’র প্রচারণায় সেই প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মনে করেন আঞ্চলিক ভাষার অভিনেতারা মুম্বাইয়ে বেশি কাজ পায় না। সেটা তাঁর ভাষ্যে এমন, ‘আমার মনে হয় আঞ্চলিক ভাষার অভিনেতারা মুম্বাইয়ে বেশি কাজ পায় না। আমি শেষ সাংঘাইতে কাজ করেছি, সেটা দীর্ঘদিন আগে। এখন অনেক ট্যালেন্ট রয়েছে, অনেক দরজাও খোলা রয়েছে।

নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, সবার জন্য অনেক সুযোগ রয়েছে। ভাষা আর কোনও সমস্যা নয়, এখন নতুনদের জন্য অনেক সুযোগ। এই শো এর সঙ্গে আমরা নতুন কিছু চেষ্টা করেছি। সময় বদলেছে, অবশ্যই। বাঙালি অভিনেতারা অনেক কিছু করেছেন, করে চলেছেন।’
সাক্ষাৎকারে হিন্দি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে কোনও দিনই আগ্রহী ছিলেন না বলে জানান তিনি।

Share this news on:

সর্বশেষ