পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পুস্পগুচ্ছ হলরুমে (২ নং হল) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কার্নিভাল আয়োজিত তিন দিনব্যাপী ঈদ প্রদর্শনী ২০২৩। ব্যাতিক্রমধর্মী এই প্রদর্শনীতে নানারকম সৃজনশীল পণ্যের সঙ্গে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, র্যাফেল ড্র সহ নানা আয়োজন ছিল। গত ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত তিন দিন এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়্।
প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। বাংলাদেশ কার্নিভালের ফাউন্ডার মেম্বার রুবাইয়াৎ অদিতি বলেন, দেশীয় উদ্যোক্তাদের তৈরি পোশাক কেনাকাটার জন্য এই প্রর্দশনীটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এখানে এক ছাদের নিচে দেশীয় পণ্য, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে উপস্থাপন করা হয়েছে।
এই প্রদর্শনী টাইটেল স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড, পার্টনার হিসেবে ট্রানজেকশনে নগদ, এয়ারলাইনে ইউএস বাংলা, বেভারেজে ফ্রেশ এবং স্পন্সর হিসেবে সোলাস্তা ও আর্টিসান ছিল।