মার্গারেট মিড ১৯০১ সালের ১৬ ডিসেম্বর যুক্তরাজ্যের ফেলাডেলফিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত আমেরিকান সাংস্কৃতিক নৃবিজ্ঞানী।
মার্গারেট মিড ১৯৭৬ সালে আমেরিকার ন্যাশনাল উইমেনস হল অফ ফ্রেমে জায়গা করে নেন। ১৯৭৯ সালে প্রেসিডেন্টশিয়াল মেডেলে ভূষিত হন তিনি। এছাড়াও তার নামে আমেরিকার অনেক স্কুলের নামকরণ করা হয়।
‘কামিং অফ এইজ ইন সামোয়া’ তার একটি বিখ্যাত গ্রন্থ। এছাড়াও তিনি ‘গ্রোয়িং আপ ইন নিউ গিনি’, ‘দ্য চেঞ্জিং কালচার অফ ইন্ডিয়ান ট্রাইবে’, ‘থ্রি প্রাইম্যাটিক সোসাইটিজ এ সেক্স অ্যান্ড টেম্পারামমেন’, ‘মেল অ্যান্ড ফিমেল’, ‘নিউ লাইভিস ফর ওল্ড’,’কন্টিনিউটিস ইন কালচার ইভুলেশন’সহ অনেক গ্রন্থ লেখা ও সম্পাদনা করেছেন।
১৯৭৮ সালের ১৫ নভেম্বর নিউ ইয়র্ক সিটিতে মারা যান তিনি।
তার একটি উক্তি হলো-
“পরিবেশ ধ্বংস করে আমরা সুস্থ
সমাজ আশা করতে পারি না।”