চট্টগ্রামে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় মামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবিলিত ব্যানার-পোস্টার ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা যুবলীগ কর্মী আছিফুর রহমান ও আইনুল কবির বাদী হয়ে চট্টগ্রাম বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দুটি করেন।

এতে একটি মামলায় উপজেলার রঘুনাপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে নাজিম উদ্দিন রুবেলকে  (৪৬) এবং অপর মামলায় মসজিদিয়া গ্রামের মৃত আবদুর রউপের ছেলে মাহফুজুল হক জুনুকে (৫৮) প্রধান আসামি করে  মোট ৪২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

আদালত উভয় মামলা আমলে নিয়ে অভিযোগ দুটি নিয়মিত মামলায় রজু করে ২ কার্যদিবসের মধ্যে আদালতকে অবহিত করতে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এবং জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ হোসেনকে নির্দেশ দিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবিলিত ব্যানার-পোস্টার ভাংচুরের ঘটনায় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতার্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মিরসরাইবাসীকে শুভেচ্ছা জানিয়ে এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবরলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবি সংবিলিত ব্যানার-পোস্টার করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। এ সব ব্যানার-পোস্টার এলাকায় বিভিন্ন স্থানে লাগানোরত কর্মীদের ওপর নাজিম উদ্দিন রুবেল, মোঃ মুসলিম, মাহফুজ উদ্দিনসহ আসামিরা ২০ থেকে ২৫ জনের একটি দল মাইক্রোবাস ও সিএনজিতে করে এসে দা, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে চলে যায়। একই ভাবে মাহফুজুল হক ঝুনু, তানভীর হোসেন চৌধুরী তপু,মোঃ মাসুদ করিম রানাসহ আসামিরা ১৫ থেকে ২০ জনের অপর একটি দল এলাকার ভূমি অফিসের সামনে এলিটের ব্যানার-পোস্টার লাগানোরত কর্মীদের ওপর হামলা ও ভাঙচুর করে চলে যায়।

এ ব্যাপারে মামলার বাদী আছিফুর রহমান বলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রায় বিশ হাজার ব্যানার ফেস্টুন ও পোস্টার করা হয়। কিন্তু দলীয় কয়েকজন দুস্কৃতিকারী ব্যক্তি বিশেষের উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন জায়গায়  লাগানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছবি সংবিলিত ব্যানার-পোস্টার ছিড়ে ফেলে এবং ভাঙচুর  করে। সেই সাথে ব্যানার-পোস্টার লাগানোরত কর্মীদের ওপর হামলা করে জখম করে।

অপর মামলার বাদী আইনুল কবির বলেন, দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা এসব মুখোশধারীরা যাতে এ ধরনের কর্মকাণ্ড আর ঘটাতে না পারে সেজন্য মামলা মোতাবেক তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি করছি।

Share this news on: