রংপুর নগরীতে বিয়ের দাবি নিয়ে এক শিক্ষার্থী ৪ দিন ধরে প্রেমিকের বাড়ির গেটে অবস্থান


রংপুর নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহশিক্ষক তার ছাত্রির সাথে ৬ বছর প্রেমের সম্পর্ক করার পর সম্প্রতি চাকুরি পেয়েই লাপাত্তা। পরিবারের ঠিক করা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির গেটে ৪দিন ধরে অবস্থান করছে ভুক্তভোগী কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে নগরীর ১৪নং ওয়ার্ডের বড়বাড়ী ডারার পাড় গ্রামে।

চাঞ্চল্যের এ ঘটনায় সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়বাড়ি ডারার পাড় গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম এর ছেলে সাব্বির হোসেন শাকিল কয়েক বছর আগে মরিচ টারির আব্দুল করিম মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে পলি আক্তারকে টিউশনি পড়াতেন। এতে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি সময়ে মেয়ের পরিবার পলির অন্য জায়গায় বিয়ে ঠিক করার প্রস্তুতি কালে গত বৃহস্পতিবার দুপুরে প্রেমিক শাকিলের বাড়িতে গিয়ে উঠে পলি । এতে শাকিলের পরিবার বিচলিত হয়ে তাঁকে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে ৪ দিন ধরে ভুক্তভোগী শিক্ষার্থী পলি শাকিলের বাড়ির গেটেই বিয়ের দাবিতে অবস্থান করছেন। এঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন যে' ছেলের সাথে এই মেয়ের সম্পর্ক তাকে ব্যতিরেখে কোন সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না। তবে ছেলের অভিভাবকদের উচিত তাকে হাজির করা।


ভুক্তভোগী পলি আক্তার বলেন, শাকিল আমাকে ৬ষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গৃহশিক্ষক হিসাবে পড়াকালীন সময়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সেই থেকেই অন্তরঙ্গ ভাবে আমাদের মেলামেশা। কয়েক মাস পূর্বে একটি এনজিও তে তার চাকরি হলে সে দিনাজপুরে চলে যায়। এরই মধ্যে আমার পরিবার অনত্র বিয়ে ঠিক করেন । বিষয়টি শাকিলের সাথে শেয়ার করার পর থেকেই সে মোবাইল বন্ধ রাখে। আমি উপায় অন্ত না পেয়ে শাকিলের বাড়িতে এসে তার পরিবারের সাথে বিষয়টি শেয়ার করলেও তারা আমাকে বের করে দেয়। তিনি আরো বলেন শাকিল আমার সরলতার সুযোগ নিয়ে পরিবারের রোষানলে পড়ে সে আমার সাথে প্রতারণা করার অপচেষ্টা করছে। আমি সব কিছু ত্যাগ করে এখানে এসেছি, শাকিলের সাথে বিয়ে না হলে আমার লাশ যাবে।

শাকিলের মা তাদের প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, আমার জানা মতে শাকিল কারো সাথে প্রেমের সম্পর্ক করে কখনোই শুনিনি। এখন আমার ছেলে শাকিল না আসা পর্যন্ত কিছুই বলতে পারবো না।

এদিকে পলির মা স্বপ্না বেগম গণমাধ্যমের কাছে বলেন, মেয়ের বিচার সঠিক চায়।এ ঘটনার খবর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লেও সেই এলাকার সচেতন মহল দ্বায় এড়িয়ে চলছে বলে জানাগেছে।

তবে স্থানীয় কাউন্সিলর মমদেল সরকার বলেন, এঘটনাকে কেন্দ্র করে একাধিকবার উভয় পরিবারসহ পলি আক্তারের সাথে কথা বলেছি, এখনো সমঝোতার চেষ্টা চলমান রয়েছে।

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024