পল্লী বিদ্যুতের জিপের ধাক্কায় পা হারাল ১০ বছরের নিপা

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যখন আন্দোলন চলছে তখনও থেমে নেই সড়ক দুর্ঘটনা। আজও দেশের কয়েকটি স্থানে সড়ক দুর্ঘটনার বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

বুধবার সকাল ৮টার দিকে যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিশু তার পা ‍খুইয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পা হারানো শিক্ষার্থীর নাম মোফতাহুল জান্নাত নিপা(১০)। তিনি স্থানীয় বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু জানান, নিপা সকালে একটি স্কুলভ্যানে করে তার বিদ্যালয়ে যাচ্ছিল। উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কে তার স্কুলভ্যানটি পৌঁছালে পল্লী বিদ্যুতের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। আহত অবস্থায় নিপাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় শিক্ষার্থীরা পল্লী বিদ্যুতের গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। শিক্ষার্থীদের অবরোধে বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল ও যশোর -সাতক্ষীরা মহাসড়কের সকল যান চলাচল। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানিয়েছেন, এই দুর্ঘটনায় নিপার ডান পা কেটে বাদ দেওয়া হয়েছে। নিপার সড়ক দুর্ঘটনার প্রতিবাদে নাভারন-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তবে পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাস পেয়ে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রউফ জানান, সড়ক দুর্ঘটনায় নিপার বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। মর্মান্তিক আঘাত পাওয়া ডান পায়ের হাঁটুর নিচ থেকে নিচের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে।

শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান, শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাইমস/এসআর/এসআই

Share this news on: