মাগুরায় লাশ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক গৃহবধূর মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে খুলনার ডুমুরিয়ায় যাওয়ার পথে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম আবুল হোসেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলার টেকেরহাটে। তিনি খুলনা সৈকত অ্যাম্বুলেন্স সার্ভিসের বেতনভুক্ত চালক ছিলেন।

স্থানীয়রা জানায়, লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার সময় অ্যাম্বুলেন্স চালক আবুল হোসেনের মৃত্যু হয়।

মাগুরা সদর থানার এসআই বিশ্বজিৎ জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বিপরীত দিকে এক মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় আবুল হোসেন মারা যান।

 

 

টাইমস/এসআর/এসআই

Share this news on:

সর্বশেষ