মার্কিন দুই পাইলটের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিমানবালার

আমেরিকার জেট ব্লু এয়ালাইন্সের দুইজন পাইলট বিরুদ্ধে মাদকাসক্ত এবং ধর্ষণের অভিযোগ এনেছেন একই বিমানে কর্মরত দুই বিমান বালা।

২০১৮ সালে এই অভিযোগ করা হলেও এখন পর্যন্ত পাইলটদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। ফলে সোমবার নিউইয়র্কের মার্কিন জেলা আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগীরা। খবর ওয়াশিংটন পোস্টের।

পাইলট দুজন হলেন এরিক জনসন এবং ড্যান ওয়াটসন। বিমানবালা দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাদেরকে জেন ডো-১ এবং জেন ডো-২ নামে ডাকা হয়েছে।

অভিযুক্ত জেট ব্লু এয়ারলাইন্সে দুই পাইলট হচ্ছেন- এরিক জোহানসন ও ড্যান ওয়াটসন।

মামলার নথিতে জেন ডো-১ উল্লেখ করেন, তাকে ও তার এক সহকর্মীকে মাদক খাইয়ে অচেতন করে ধর্ষণ করে পাইলট দুজন। একইসঙ্গে ইচ্ছাকৃতভাবে যৌন সংক্রামিত রোগ দেওয়ার অভিযোগও আনেন তিনি।

জেন ডো-২ তার অভিযোগে বলেন, তাকে মাদক খাইয়ে ধর্ষণ করার উদ্দেশ্যে হোটেল কক্ষে নিয়ে যায় পাইলট এরিক ও ড্যান। কিন্তু তিনি বমি করা শুরু করলে অভিযুক্তরা ধর্ষণ করার পরিকল্পনা পরিবর্তন করে। 

তাদের আইনজীবী আব্রাহাম মেলামেড বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টকে বলেন, পাইলটদের বরখাস্ত করা হয়নি। তারা এখনো স্বপদে বহাল আছে এবং নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে। এর ফলে ভুক্তভোগীদের এখনো আসামিদের সঙ্গে কাজ করতে হচ্ছে।

এ বিষয়ে বিমান সংস্থা জেটব্লুর পক্ষ থেকে বলা হয়, আমরা আমাদের কর্মীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই ধরনের অভিযোগ খুব গুরুত্ব সহকারে নেয়া হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়।

তবে আদালতের এই মামলা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে  বিমান সংস্থাটি।

 

টাইমস/এএস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024
img
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট May 06, 2024
img
সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, ধোঁয়া দেখলেই পানি স্প্রে May 06, 2024
img
দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস, নৌ বন্দরে ২ নম্বর সংকেত May 06, 2024
img
হামাসের হামলায় ইসরায়েলের ৩ সেনা নিহত, বন্ধ কেরাম শালোম ক্রসিং May 06, 2024