লাফিয়ে পড়ে আহত শ্রীলঙ্কার নাগরিকের হাসপাতালে মৃত্যু

রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে এফআর টাওয়ারে আগুন লাগার পর লাফিয়ে পড়ে আহত ৩০ বছর বয়সী শ্রীলঙ্কার এক নাগরিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে মারা গেছেন। আহত হয়ে ভর্তি হয়েছেন আরো ৩২ জন।

বৃহস্পতিবার বেলা সাড়ে চারটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন-নবী।

তিনি বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ৩২ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয়। তবে তাদের অন্তত একদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। তাদের বেশির ভাগের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা। এর মধ্যে দগ্ধ একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

রশিদ-উন-নবী বলেন, নিহত শ্রীলঙ্কার ওই নাগরিকের নাম নিরস চন্দ্র। অগ্নিকাণ্ডের পর তিনি ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন এবং হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কামাল আতাতুর্ক এভিনিউয়ের ৩২ নম্বর হোল্ডিংয়ে ২২ তলা ওই ভবনে আগুন লাগায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফআর টাওয়ার থেকে লাফ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা এই তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন বলেন, তাদের ২১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। দুটি হেলিকপ্টার দিয়েও আগুন নেভানোর চেষ্টা চলছে।

মো. গিয়াস উদ্দিন নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ওই ভবনের পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হওয়ার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী জানান, ২২ তলা ওই ভবনের মাঝামাঝি অংশে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহতও হয়েছেন। কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে ওই ভবনে।

 

বনানী এফ আর টাওয়ারের আগুনে নিহত ১৬

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024