বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম যা বলছে

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিবিসি, রয়টার্স, আল জাজিরা, আরব নিউজ, আল আরাবিয়া, সিএনএন, এপিসহ বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোতে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচনের খবর। শেখ হাসিনা আবারও ক্ষমতায় যাচ্ছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম তাদের খবরে উল্লেখ করেছে।

সারা দেশে একযোগে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে ৪২ হাজার ১৪৮টি কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। দেশের গণমাধ্যমের পাশাপাশি এ নির্বাচনের সংবাদ ফলাও করে প্রচার করেছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সংবাদে বলা হয়েছে, ‘ভোট কেন্দ্র খোলার পরপরই ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান বিরোধী দল বয়কট করা নির্বাচনে তিনি টানা চতুর্থ মেয়াদে জয়ী হতে চলেছেন। প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্য দিয়েই নির্বাচন চলছে।’

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি বলছে, ‘বাংলাদেশের নির্বাচনের আগের দিন থেকেই দেশে হামলার ঢেউ শুরু হয়েছে। ট্রেনে আগুনসহ নানা ধরনের সহিংসতা চলছে, বেশিরভাগ বিরোধী দল নির্বাচন বর্জন করছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জয়ী হতে চলেছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ অভিযোগ করেছে, বিএনপি ‘নিরপরাধ মানুষের ওপর সন্ত্রাসের রাজত্ব’ কায়েম করে নির্বাচন বানচালের চেষ্টা করছে।

তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ জানুয়ারির নির্বাচনে টানা ৪র্থ মেয়াদে জয়ী হতে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচন আন্তর্জাতিক শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রধান বিরোধী দলের বয়কটে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। শেখ হাসিনা ভোট দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, রোববার বাংলাদেশের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, দেশের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বয়কট করেছে। এ নির্বাচনের মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টানা চতুর্থ মেয়াদে জয়ী হচ্ছেন।

Share this news on: