‘উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপাতেই বিএনপি নেতা তাসভিরকে গ্রেপ্তার’

উদোরপিন্ডি বুদোর ঘাড়ে চাপাতেই বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় দলের নেতা তাসভির উল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বনানীর আগুনের ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানো সরকারি যে অপচেষ্টা সেটি বাস্তবায়নে তাসভিরকে গ্রেফতার নাটক করা হয়েছে।

সরকারকে উদ্দেশ্য তিনি বলেন, এফআর টাওয়ারে সঙ্গে তাসভিরের সম্পর্ক কী? ওইটার তো তিনি মালিক নন। ওই বিল্ডিংয়ের ডেভেলপারও তো তিনি নন। তা হলে কেন তাকে গ্রেফতার করা হলো রাতে। জনগণকে দেখানো যে যা কিছু হয়, যা কিছু ঘটে সব কিছুর সঙ্গে বিএনপি জড়িত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বনানীতে বহুতল ভবন এফআর টাওয়ারে আগুন লাগে। এতে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। আহত ৭৩ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় শনিবার রাতে ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির-উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

 

টাইমস/জেডটি

Share this news on: