গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১৮৩, মৃত্যু ছাড়াল ২৬ হাজার

ইসরায়েলের হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় আরও ১৮৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে, গত একদিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৭৭ জন আহত হয়েছেন। এতে দেশটিতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৪৮৬ জনে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরা

এর ঠিক আগে গাজায় ত্রাণ বা মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫০ জন।

সম্প্রতি গাজার খান ইউনিসে হামলা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে হামলা থেকে বাঁচতে আল আমাল হাসপাতাল থেকে ফিলিস্তিনিরা অন্যত্র পালিয়ে যাচ্ছেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংঘাত থেকে বোঝা যাচ্ছে, জাতিসংঘ ও বিশ্বের অন্যান্য সংস্থা তাদের কার্যকারিতা হারিয়ে ফেলেছে। একটি নতুন পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য মুসলিম বিশ্ব ও অন্যান্য দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Share this news on: