পাকিস্তানকে বিধ্বস্ত করে বাংলাদেশের দ্বিতীয় জয়

তিন দেশ নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। পরের ম্যাচেই সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে লাল-সবুজের মেয়েরা। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে ৩৬ রানের হারিয়েছে বাংলাদেশ।

শনিবার (২৭ জানুয়ারি) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে পাকিস্তানকে ১৩৭ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের মেয়েরা। এতে ৩৬ রানের জয় পায় বাংলাদেশ।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩২ রান করেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার। শুরুটা আহামরি ছিল না। দ্রুত ফিরে যান ওপেনার ইভা (৬)। আরেক ওপেনার সুমাইয়া আক্তার সুবর্ণা ৩৩ বলে করেছেন ২৪ রান।

তিন নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন অরভিন তানি। ৩ চারের সাহায্যে ৩০ বলে ৩১ রান করেছেন। ঝড়ো গতিতে ব্যাটিং করেছেন সুমাইয়া আক্তার।

সাজঘরে ফেরার আগে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩২ রান। তাছাড়া ২৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন রাবেয়া। শেষ পর্যন্ত ১৩৬ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে আনুশা নাসির ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। এছাড়া ১৩ রান খরচায় ১ উইকেট উইকেট নিয়েছেন মাহাম আনিস।

জবাব দিতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। আয়মান ফাতিমা ও সামিয়া আফসারের ওপেনিং জুটি বাদে আর কেউ লড়াই করতে পারেননি। দু’জনের ৫১ রানের জুটির পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ফাতিমা সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া সামিয়ার ব্যাট থেকে আসে ২৫ রানের ইনিংস। মিডল অর্ডার ও লেট অর্ডারের ব্যর্থতায় ৭ উইকেট হারিয়ে ১০০ রান তুলতে পারে সফরকারীরা। এতে ৩৬ রানের জয় পায় স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন আফিয়া। এ ছাড়াও রাবেয়া ও ফারিয়া একটি করে উইকেট নিয়েছেন।

Share this news on:

সর্বশেষ