পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিয়ের অনুমতি দিল সৌদি

পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরব। পবিত্র দুই নগরীতে আসা দর্শনার্থী ও হজ যাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য এই সিদান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদ এবং মদিনার মসজিদে আল নববীতে স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে হজ ও উমরাহ মন্ত্রণালয়।

বিশেষজ্ঞরা বলেছেন, পবিত্র দুই মসজিদে বিয়ে আয়োজন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ব্যতিক্রম আইডিয়া নিয়ে আসার জন্য এটি একটি বড় সুযোগ।

মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) একবার এক সহযোগীর বিয়ে মসজিদে পড়িয়েছিলেন।

Share this news on: