পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, প্রধান শিক্ষক আটক

ফেনীর দাগনভূঞা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ওই স্কুলের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটককৃত ওই শিক্ষকের নাম আবদুল করিম (৫৫)। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের ওই ছাত্রী গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করছিল। স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে গেলেও কোনো রোগ ধরা পড়েনি।

পরে পরিবারের লোকজন তাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন, ওই ছাত্রী অন্তঃসত্ত্বা।

ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় তার স্কুলের প্রধান শিক্ষক আবদুল করিম জড়িত। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকার লোকজন করিমের সঙ্গে আলোচনা করতে চাইলে তিনি আপোষ করতে চান।

কিন্তু শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয় ভিকটিমের পরিবার। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে প্রধান শিক্ষক আবদুল করিমকে আটক করে পুলিশ।

দাগনভূঞা থানার ওসি আবু সালেহ আহাম্মদ পাঠান জানিয়েছেন, ওই শিক্ষকে আটক করা হয়েছে। তবে থানায় এখনও কোনো মামলা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ