ছয় অলরাউন্ডার নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা আফগানিস্তানের

আর ৩১ দিনের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারতের পর পঞ্চম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে আফগান ক্রিকেট বোর্ড। আফগানদের বিশ্বকাপ দলে বড় চমক মোহাম্মদ ইশাক ও নাঙ্গিয়াল খারোতি। তরুণ এই দুই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০ বছর বয়সী অলরাউন্ডার খারোতি গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে ৫.৯০ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছিলেন। আর এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইশাককে মূলত রহমানউল্লাহ গুরবাজের পর দ্বিতীয় পছন্দের উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হয়েছে।

আফগানিস্তানের বিশ্বকাপ দল অনেকটাই অলরাউন্ডার নির্ভর। ১৫ সদস্যের দলে ছয় জন অলরাউন্ডার রেখেছে আফগানিস্তান। তারা হলেন- মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, করিম জানাত, খারোতি এবং রশিদ খান। এদের মধ্যে তিনজন পেস বোলিং অলরাউন্ডার আর তিনজন স্পিন অলরাউন্ডার।

এছাড়াও অভিজ্ঞ পেসার হিসেবে দলে জায়গা পেয়েছেন নাভিন উল হক। যিনি গত ওয়ানডে বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন। এছাড়াও আছেন বাঁহাতি ফজলহক ফারুকী এবং ফরিদ মালিক। পাশাপাশি স্পিন বিভাগও বেশ সমৃদ্ধ। রশিদ, নবি ছাড়াও আছেন মুজিব উর রহমান ও নূর আহমেদের মতো অভিজ্ঞরা। যারা ব্যাটারদের পরীক্ষা নিতে প্রস্তুত।

এদিকে, টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হজরতউল্লাহ জাজাইয়ের জায়গা হয়নি দলে। যদিও দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যাবেন তিনি। বাকি দুই রিজার্ভ ক্রিকেটার হলো সেদিকউল্লাহ অটল ও সেলিম সাফি।

ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১ জুন। ৪ জুন উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আফগানদের।

আফগানিস্তানের বিশ্বকাপ দল: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব উর রহমান, নূর আহমেদ, নাভিন উল হক, ফজল হক ফারুকী, ফরিদ মালিক।

রিজার্ভ: সেদিকউল্লাহ অটল, হযরতউল্লাহ জাজাই, সেলিম সাফি

Share this news on:

সর্বশেষ

img
কানের আসর থেকে নতুন সিনেমার খবর দিলেন ভাবনা May 21, 2024
img
হৃদয়ের ফিফটিতে ১৫০ ছাড়ানো পুঁঁজি বাংলাদেশের May 21, 2024
img
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী May 21, 2024
img
সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির প্রয়োগ নয় : ওবায়দুল কাদের May 21, 2024
img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা May 21, 2024
img
ভিসানী‌তির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী May 21, 2024
img
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার May 21, 2024
img
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ May 21, 2024
img
‘সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ May 21, 2024
img
নেতানিয়াহু-হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আইসিসিতে May 21, 2024