সরকারি কর্মচারীদের বেতন বৈষম্যের বিরুদ্ধে মানববন্ধন

সচিবালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতো অন্যান্য সরকারি দপ্তরে উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সহকারী ও সম পদগুলোতে প্রশাসনিক কর্মকর্তা পদবি দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ।

শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের পদগুলোর নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা পদবী দিয়ে ১০ম গ্রেডে বেতন দিতে হবে। বঙ্গবন্ধুর বাংলায় বেতন বৈষম্য মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে বেতন বৈষম্য দূরীকরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তারা।

সংগঠনের সভাপতি কে এম বদিউজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আবু নাসির খান, কেন্দ্রীয় নেতা মমিনুর রশিদ সিদ্দিকী, জাকির হোসেন, আব্দুল হালিম, আব্দুল হাকিম, লোকমান আহমেদ, শফিকুল ইসলাম খান প্রমুখ।

আবু নাসির খান বলেন, ইতোমধ্যে সরকার উচ্চমান সহকারী ও সমমানের পদের সমান স্কেল ও নিম্ন স্কেলের কর্মচারীর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পুলিশের উপ-পরিদর্শক (এসআই), নার্স, অডিটর, ডিপ্লোমা প্রকৌশলী, খাদ্য পরিদর্শক ও ব্লক সুপারভাইজারসহ সমমানের পদগুলো আপ গ্রেড করায় প্রশাসনিক ক্রমবিন্যাস ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, নিম্ন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উচ্চ পদে আসীন করায় পরবর্তী প্রজন্ম উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছে। তাই অবিলম্বে পদবি ও বেতন বৈষম্য দূর করতে হবে।

 

টাইমস/টিআর/এসআই

Share this news on: