'গ্যাসের মূল্য না বাড়িয়ে ঘুষ বন্ধ করুন'

গ্যাসের মূল্য বৃদ্ধি না করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঘুষ, দুর্নীতি বন্ধ করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হবে। আর গ্যাসের মূল্য বৃদ্ধি করলে গণপরিবহনসহ সকল সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।

শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করার জন্য গণশুনানি করছে। গণশুনানিতে অংশগ্রহণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলেই গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন।

কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, গণশুনানির নামে প্রতারণা করছে বলে অভিযোগ উঠছে। গণশুনানিতে জনগণের কথা রাখা হয় না কেন? গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্প-কারখানার উৎপাদন খরচ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা রাজেকুজ্জামান রতন বলেন, পরিবহনসহ সিএনজি বিভিন্ন সেক্টর ওতপ্রোতভাবে জড়িত। গ্যাস দ্বারা চালিত এ সকল শিল্পের খরচও বৃদ্ধি পাবে। এই মুহুর্তে গ্যাসের মূল্য বৃদ্ধি করলে জীবন যাত্রার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক শামসুর আলম বলেন, সর্বত্র জনগণকে গ্যাসের মূল্য বৃদ্ধি হলে অতিরিক্ত দাম গুণতে হবে। ফলে জনজীবনে দেখা দিবে বিশৃঙ্খলা। এতে সরকারের ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। লাভবান হবে শুধুমাত্র মুনাফা লোভী লুটেরা এক শ্রেণীর ব্যবসায়ী।

 

টাইমস/টিআর/এসআই

Share this news on: