সাকিব-মুস্তাফিজের বোলিং তোপে শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়

আগের তিন ম্যাচে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চতুর্থ ম্যাচে স্কোয়াডে সুযোগ পান দু’জনই। ব্যাট হাতে সাকিব-মুস্তাফিজ কেউই দলের হয়ে তেমন অবদান রাখতে পারেননি। তবে বল হাতে তা পুষিয়ে দিয়েছেন তারা। এ দু’জনের বোলিং তোপে জিম্বাবুয়েকে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে করে ৫ ম্যাচ সিরিজ ৪-০ তে এগিয়ে গেল টাইগাররা।

শুক্রবার (১০ মে) মিরপুরের শেরেবাংলায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। আগে ব্যাট করে তামিম-সৌম্যর শতরানের জুটি সত্ত্বেও মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। তামিম সর্বোচ্চ ৫২ ও সৌম্য ৪১ রান করেন। জবাবে জিম্বাবুয়ে ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে।

বাংলাদেশের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান তোলার আগেই ব্রায়ান বেনেটকে হারিয়ে ধাক্কা খায় জিম্বাবুয়ে। এরপর দলীয় শতরানের আগেই আরও ৫ উইকেট হারিয়ে বসে তারা। তবে ব্যতিক্রম ছিলেন জনাথান ক্যাম্পবেল। তিনি চেষ্টা করলেও তাকে যোগ্য সহায়তা দিতে ব্যর্থ হন অন্য ব্যাটাররা। দলীয় ১০৩ রানে ক্যাম্পবেল দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করে বিদায় নেন। শেষ পর্যন্ত সফরকারীরা মাত্র ১৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এদিন বল হাতে রীতিমতো ত্রাস ছড়ান ১০ মাস পর দলে ফেরা সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেন আইপিএলের আসর কাঁপানো মুস্তাফিজুর রহমান। সাকিব ৪টি ও মুস্তাফিজ তুলে নেন ৩টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লে’র ৬ ওভারে ৯.৫০ গড়ে ৫৭ রান সংগ্রহ করেন বাংলাদেশের দুই ওপেনার তামিম-সৌম্য। সিরিজে চার ম্যাচের মধ্যে পাওয়ার প্লেতে এটাই সর্বোচ্চ রান বাংলাদেশের। এরপর আস্তে আস্তে জিম্বাবুয়ের বোলারদের ওপর শাসন করতে থাকেন তামিম।

দলীয় ৯ ওভারের সময় তামিম টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত তুলে নেন ৩৪ বলে। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি তিনি। ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করে বিদায় নেন। তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০১ রান। তামিমের বিদায়ের ৭ রান পর বিদায় নেন আরেক ওপেনার সৌম্য সরকার।

এরপর দ্রুতই সাজঘরে ফিরেন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও অধিনায়ক শান্ত। ১০ মাস পর টি-টোয়েন্টিতে ফিরে ৩ বলের বেশি টিকতে পারেননি সাকিব। বেনেটের বলে বোল্ড হয়ে ফিরেছেন ১ রানে। পরে সিনিয়রদের দেখানো পথেই হাঁটেন জাকের আলি, রিশাদ, তাসকিনরা। বাংলাদেশ তাদের শেষ ৮ উইকেট হারিয়েছে মাত্র ৩১ রানে। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে বোলারদের সামনে সব উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।

Share this news on:

সর্বশেষ

img
অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে ভোটকেন্দ্রে রণবীর, দেখা মিললো বেবি বাম্পের May 20, 2024
img
ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক, মঙ্গলবার রাইসিসহ নিহতদের দাফন May 20, 2024
img
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম May 20, 2024
img
বঙ্গবন্ধু শান্তি পদক দেবে সরকার, পুরস্কার স্বর্ণ পদক ও কোটি টাকা May 20, 2024
img
ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক May 20, 2024
img
কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর May 20, 2024
img
রাইসির মৃত্যুতে ইসরায়েলি নেতাদের উচ্ছ্বাস প্রকাশ May 20, 2024
img
আইপিএলের প্লে-অফে কে কার মুখোমুখি May 20, 2024
img
বিএনপির হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী May 20, 2024
img
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ May 20, 2024