অ্যাডলফ হিটলার ১৮৮৯ সালের ২০ এপ্রিল অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রিয়ায় জন্মগ্রহণ করলেও ছিলেন জার্মান রাজনীতিবিদ।
হিটলার প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসেবে যোগদেন। পরবর্তীকালে ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন। এভাবেই এক সময় জনপ্রিয় নেতায় পরিণত হন।
হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দেশের ফিউরার ছিলেন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার বার্লিনেই ছিলেন। রেড আর্মি যখন বার্লিন প্রায় দখল করে নিচ্ছিল, সে সময়ে ইভা ব্রাউনকে বিয়ে করেন।
বিয়ের পর ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন।
তার একটি উক্তি হলো-
“অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি ”