ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন: ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শনিবার রাতে পেনসিলভানিয়াতে তার ওপর চালানো হামলা তাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে গিয়েছিল। এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, এ যাত্রায় ঈশ্বর আমাকে বাঁচিয়ে দিয়েছেন। খবর বিবিসি

ট্রাম্প বলেন, বন্দুকধারী গুলি চালানোর সময় যদি ঘুরে না যেতাম তাহলে কানে লাগা গুলিতেই মৃত্যু হতো।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বন্দুকধারীর চালানো গুলিতে আরও দুজন গুরুতর আহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই বন্দুকধারীও মারা গেছেন। তার নাম থমাস ম্যাথু ক্রুকস।

নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ট্রাম্প কিছুটা ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি রিপাবলিকানের কনভেনশনে যোগদানের উদ্দেশ্যে গেছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেন, তাকে গুলি করা হলে তিনি ভিড়ের দিকে তাকান। এ সময় সহযোগিতায় যেভাবে মানুষ যেভাবে এগিয়ে এসেছে সেটা বর্ণনা করা কঠিন বলে জানিয়েছেন ট্রাম্প।

শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় তাকে ২০ বছর বয়সী এক ব্যক্তি গুলি করে। এতে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। 

Share this news on: