ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপি বিধায়কসহ নিহত ৫

ভোটের দু’দিন আগে ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় বিজেপির এক বিধায়ক নিহত হয়েছেন। এছাড়া তার এবং কনভয়ের নিরাপত্তায় থাকা আরও চার নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার দন্তেওয়াড়ায় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন বিজেপি বিধায়ক ভীমা মানদাভি। সেই সময়ই কুয়াকোন্টা ও সিয়ামগিরির মাঝে কনভয়ে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, হামলায় বিজেপি বিধায়ক ভীমা মানদাভি নিহত হয়েছেন। তার প্রচার কনভয়ের সঙ্গে থাকা চার নিরাপত্তা কর্মীরও মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের ছবি দেখে বিশেষজ্ঞদের অনুমান, আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ভারতে অন্যান্য অঞ্চলের সঙ্গে ১১ এপ্রিল বৃহস্পতিবার ছত্তিশগড়েও প্রথম দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় মাওবাদী অধ্যুষিত একমাত্র বস্তার আসনেই ভোটগ্রহণ হবে।

২০১৩ সালে এই রাজ্যের সুকমা জেলাতেই কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতাসহ ২৭ জন নিহত হয়েছিলের মাওবাদীদের হামলায়। নিহতদের মধ্যে রাজ্যের মন্ত্রী মহেন্দ্র কর্মা এবং প্রদেশের কংগ্রেস সভাপতি নন্দকুমার প্যাটেলও ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ