বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক অ্যারিস্টটল খ্রিষ্টপূর্ব ৩৮৪ সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন।
তাঁকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয়। তাঁর ছাত্র ছিলেন মহামতি আলেকজান্ডার।
তিনি খ্রিষ্টপূর্ব ৩২২ সালের ৭-ই মার্চ ক্যালসিসে মৃত্যুবরণ করেন।
তার বিখ্যাত একটি উক্তি:-
‘শিক্ষার শিকড়ের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি।’