পান্তা ইলিশ আপ্যায়নে নোয়াখালীতে বর্ষবরণ

বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে নতুন বাংলা বর্ষকে বরণ করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরকেন্দ্র মাইজদীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিল্পকলায় শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

সেখানে পান্তা ইলিশ, মুড়ি-খই-চিড়া ও দধি খাওয়ানো হয় সর্বস্তরের মানুষকে। পরে শিল্পকলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি জিলা স্কুল, বালিকা বিদ্যালয়, রেড ক্রিসেন্ট, চারণ সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নানা আয়োজন করে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ