আমার সময়েও শান্তি চায়নি তালেবান: কারজাই

আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হামিদ কারজাই বলেছেন, ক্ষমতায় থাকার সময় আমি তালেবানের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিলাম । শান্তির জন্য আলোচনা চেয়েছিলাম। কিন্তু তালেবান তাতে রাজি হয়নি।

জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম 'ডি প্রেস'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

কারজাই বলেন, আমি কখনোই তালেবানের সঙ্গে আলোচনার বিরোধী ছিলাম না। তবে কাতারের দোহায় তালেবানের দপ্তর খোলার বিরোধিতা করেছিলাম। কারণ আমি আশঙ্কা করেছিলাম দোহা দপ্তর প্যারালাল সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে।

তিনি বলেন, তালেবান প্রথম থেকেই আফগান সরকারের সঙ্গে আলোচনার বিরোধিতা করে আসছে। আফগান সরকারকে যুক্তরাষ্ট্রের পুতুল অভিহিত করে তালেবান আফগান সরকারের সঙ্গে কোনো আলোচনায় রাজি নয় বলে অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে আসছে। তবে মার্কিন সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় তালেবানের আপত্তি ছিল না।

 

টাইমস/এমএএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ