জয়ের দ্বারপ্রান্তে ট্রাম্প, সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তিনি ২৪৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে তার আর মাত্র ২৪টি ইলেকটোরাল ভোট দরকার। এই ক’টি ভোট নিজের দখলে আনতে পারলেই আগামী চার বছর আমেরিকার গদি সামলাবেন তিনি।

সবশেষ তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৪৬টি এবং কমলা ১৮২টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

এদিকে ট্রাম্প জয় থেকে এখনো কিছুটা দূরে থাকলেও তার সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ফ্লোরিডায় ট্রাম্পের প্রচার শিবিরের সদরদপ্তরে মানুষের ভিড় বাড়ছে। সেখানে কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বিবিসির খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ফ্লোরিডায় তার প্রচারাভিযানের সদরদপ্তরে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। জনগণে কানায় কানায় পরিপূর্ণ এই জায়গায় তরে তরে ক্যামেরা রাখা হয়েছে। তার কিছুক্ষণ আগে ভাষণের জন্য মঞ্চ তৈরি করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হয়। তবে এরই মধ্যে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্প জয় পেয়েছেন।

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে ৫ জনের নাম দিলো বিএনপি Nov 06, 2024
img
দুর্দান্ত প্রত্যাবর্তনে বাংলাদেশকে লজ্জায় ডুবালো আফগানিস্তান Nov 06, 2024
img
পেঁয়াজ আমদানির শুল্ক প্রত্যাহার Nov 06, 2024
img
ঊর্ধ্বতন ৯ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে Nov 06, 2024
img
ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে: প্রেস সচিব Nov 06, 2024
img
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১০৯ Nov 06, 2024
img
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Nov 06, 2024
img
আমি সব যুদ্ধ বন্ধ করে দেব, বিজয় ভাষণে ট্রাম্প Nov 06, 2024
img
একই দিনে রংপুরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির কর্মসূচি Nov 06, 2024
img
ধান-চালের মূল্য নির্ধারণ করে দিলো সরকার Nov 06, 2024