রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ দিন ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য কঠোর পরিশ্রম করবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এমনটি বলেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা (সংঘাত নিরসনে) মধ্যপ্রাচ্যে কাজ করব, এবং রাশিয়া ও ইউক্রেন নিয়ে খুব কঠোর পরিশ্রম করব। এটি বন্ধ করতে হবে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে,’ ফ্লোরিডার মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের একটি জমকালো অনুষ্ঠানে ট্রাম্প এ এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'আজ একটি প্রতিবেদন দেখলাম। গত তিন দিনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। হাজার হাজার সৈনিক মারা গেছে। তারা সৈনিক হতে পারে বা শহরের বাসিন্দা বা সাধারণ মানুষ হতে পারে, আমরা এটি সমাধানের জন্য কাজ করব,' তিনি যোগ করেন।

গত সপ্তাহের নির্বাচনে তার বিজয় প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ 'খুবই, খুবই অসাধারণ কিছু' উপহার দিয়েছে। ১২৯ বছরের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয়... আমরা সব সুইং স্টেট (দোদুল্যমান) জিতেছি। আমরা পপুলার ভোটেও জয় পেয়েছি,' তিনি বলেন। খবর আনাদোলু এজেন্সির। 

তিনি জোর দিয়ে বলেন, ৫ নভেম্বর নির্বাচিত হওয়ার পর থেকে দেশ 'ভাল অবস্থায় রয়েছে। এখন একমাত্র বিষয় হলো, স্পিকার, আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, হয়তো আপনার একটা বিল পাস করা উচিত। আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু করতে হবে, ঠিক আছে? বা যদি চান, ৬ নভেম্বর। ৫ নভেম্বর, কারণ বাজার আকাশচুম্বী হয়েছে, সাম্প্রতিক সময়ে মানুষের মাঝে উদ্দীপনা দ্বিগুণ বেড়েছে,' তিনি যোগ করেন।

গত সপ্তাহের নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন, কংগ্রেসের উভয় কক্ষ এবং হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। 

ট্রাম্প রেকর্ড ৩১২ ইলেকটোরাল ভোট নিয়ে নির্বাচন জিতেছেন, যা ২৭০ ভোটের প্রয়োজনীয় সীমা অতিক্রম করে। তার ডেমোক্রেটিক মূল প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন তিনি। ২০২৫ সালের ২০ জানুয়ারি চার বছরের মেয়াদের জন্য শপথ নেবেন ট্রাম্প।

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল Nov 15, 2024
img
মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেছে ডাকাতরা Nov 15, 2024
img
দেশে-বিদেশে ‘চূড়ান্ত’ বিক্ষোভের ডাক ইমরান খানের Nov 15, 2024
img
আগস্ট- সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪৫: অধিকার Nov 15, 2024
img
স্যাটেলাইট ইন্টারনেট চালু করবে সরকার Nov 15, 2024
img
উন্মোচিত হলো ক্লাব বিশ্বকাপের নতুন ট্রফি, রয়েছে যেসব বিশেষত্ব Nov 15, 2024
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা Nov 15, 2024
img
আগের নিয়ম ফিরছে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা Nov 15, 2024
img
গাজীপুরে বকেয়া বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক Nov 15, 2024
img
সরকারি নির্মাণে পোড়া ইট বন্ধ চান পরিবেশ উপদেষ্টা Nov 15, 2024