চলতি সপ্তাহেই ঘোষণা করা হতে পারে চ্যাম্পিয়নস ট্রফির সূচি। নতুন করে আলোচনা। তবে কেউই নিশ্চিত করে জানায়নি। এদিকে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুবিধার বিনিময়ে পাকিস্তানে খেলতে না যেতে বাকি দেশগুলোকে পক্ষভুক্ত করতে।
অর্থের ক্ষমতাবলে ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার অভিযোগ ভারতের বিরুদ্ধে অনেকদিনের। চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে তা আরও স্পষ্ট। নীতি, নৈতিকতা আর আইনে না পেরে সেই সুবিধা দেয়ার বিপরীতে দেশগুলোকে পক্ষে আনার প্রস্তাব দিচ্ছে ভারত, এমন গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তান গণমাধ্যম।
এমনসব গুঞ্জনই বড় হচ্ছে প্রতিদিন। এক প্রকার স্থবিরতা টুর্নামেন্ট নিয়ে। না আইসিসি, না পাকিস্তান বা ভারত কোনোপক্ষই কোনো মন্তব্য করছে না। ১শ’ দিনের ল্যান্ডমার্ক পেরিয়েছে। ট্রফি ট্যুরও শুরু হয়েছে। কিন্তু টুর্নামেন্টের সূচিই খালি ঘোষণা হয়নি। তবে এটাও গুঞ্জন এ সপ্তাহেই ঘোষণা হতে হবে।
সেটা শুধুই পাকিস্তানকেন্দ্রীক নাকি ভারতের চাওয়া মেনে হাইব্রিড মডেলে?সেটা অবশ্য নিশ্চিত নয়।
এদিকে মূল দলকে শক্তি যোগাতেই, মত ব্লাইন্ড ক্রিকেট দল নিয়েও পিছু হটেছে ভারত। ২২ নভেম্বর পাকিস্তানে শুরু হবে ৪র্থ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ। যেখানে শুরুতে ভারত দলকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল ক্রীড়া মন্ত্রনালয়। তবে এখনো অনাপত্তিপত্র মেলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সময় কম থাকায় নিজেরাই বিশ্বকাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ব্লাইন্ড ক্রিকেট দল।
তবে রাজনীতি এবং খেলাকে না মিলানোর অনুরোধ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকভির।