চ্যাম্পিয়ন্স ট্রফি:গুঞ্জন পিসিবি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলবেন জয় শাহ

যতই সময় গড়াচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। এখন পর্যন্ত পাকিস্তানে গিয়ে ভারতের খেলতে অনীহার ব্যখ্যা চেয়ে আইসিসির কাছে পিসিবির দেয়া চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি। সম্প্রচার প্রতিষ্ঠানের কাছ থেকেও চাপ বাড়ছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার। এদিকে পাকিস্তান গণমাধ্যমে নতুন গুঞ্জন সমস্যা সমাধানে পিসিবির সঙ্গে ফোনে কথা বলবেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। ধারণা করা হচ্ছে এরপরই সঙ্কট কাটবে এ বিষয়ের। 

চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে অচলাবস্থা কাটছেই না। ত্রিমুখী সঙ্কটে আইসিসি। একদিকে আসরে অংশ নিতে সরকারী সিদ্ধান্তে কোনভাবেই পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান লিখিত জবাব চেয়েছে আইসিসির কাছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সম্প্রচার প্রতিষ্ঠানের চাপ।

চ্যাম্পিয়নস ট্রফির ১শ’ দিনেরও কম সময় থাকলেও এখনো চূড়ান্ত হয়নি সূচি। আর তাতেই আইসিসিকে বাঁকা চোখে দেখতে শুরু করেছে সম্প্রচার প্রতিষ্ঠান। পরিষ্কারভাবে জানতে চয়েছে টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ পাকিস্তান-ভারত দ্বৈরথ কবে কিভাবে হবে? ঐ এক ম্যাচ থেকেই যে সবচেয়ে বেশি আয় হয়। কোনভাবেই ম্যাচ না হলে আইসিসির বিরূদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে সম্প্রচার প্রতিষ্ঠান। শুধু তাই নয় আর্থিকভাবে ব্যপক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

এদিকে সঙ্কট কাটাতে শুক্রবার আইসিসির সঙ্গে বৈঠকে বসার কথা বিসিসিআই সদস্য সচিব জয় শাহের। যদিও সে ব্যাপারে এখন পর্যন্ত মুখে কুলুপ এটেছে দু’পক্ষই। এদিকে পাকিস্তানের গণমাধ্যম জিও স্পোর্টস জানিয়েছে, সেই মিটিংয়ের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে ফোনে কথা বলবেন বিসিসিআই সদস্য সচিব জয় শাহ।

তবে গুঞ্জন আরেক দফা হাইব্রিড মডেলের প্রস্তাব পেতে যাচ্ছে পিসিবি। এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসি কিছু না জানালেও দু’চারদিনের মধ্যেই তাদের একটি প্রতিনিধি দল যাবে পাকিস্তানে। প্রাথমিকভাবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি হাইব্রিড মডেল নাকচ করে দিলেও এবার বেশকিছু সুযোগ সুবিধা যুক্ত হবে আইসিসির প্রস্তাবে।

ক্রিকেট নিয়ে বারবার ভারত-পাকিস্তানের মুখোমুখি অবস্থানে চটেছেন সবেক অধিনায়ক রশিদ লতিফ।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, আইসিসির উচিৎ পাকিস্তান আর ভারত থেকে ২০২৪-৩১ চক্রের ইভেন্টগুলো সরিয়ে নেয়া। আগে দু’দেশ নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে আসুক তারপর আয়োজক স্বত্ত্ব নিয়ে আলোচন করতে পারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। 

এমন জটিলতার মাঝেই সুমায়ের আহমেদ সাঈদকে চ্যাম্পিয়নস ট্রফির টুর্নামেন্ট ডিরেক্টর নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যিনি এ মুহূর্তে পিসিবির চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করছেন।

Share this news on:

সর্বশেষ

img
শেষ আটে কঠিন প্রতিপক্ষ স্পেন-জামার্নির, পর্তুগাল কাকে পেল? Nov 22, 2024
img
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব Nov 22, 2024
img
এলডিসি দেশগুলোর জন্য বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ Nov 22, 2024
img
ক্রিকইনফোর দাবি:আইপিএলের ৩ আসরের জন্য ১৩ জনের নাম পাঠালো বিসিবি, রয়েছেন যারা Nov 22, 2024
img
নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত যুক্তরাজ্যের Nov 22, 2024
img
অ্যান্টিগা টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে রয়েছেন যারা Nov 22, 2024
img
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা Nov 22, 2024
img
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ Nov 22, 2024
img
পার্থে ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলো ভারত-অস্ট্রেলিয়া Nov 22, 2024
img
অবশেষে আদানির সঙ্গে ২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল কেনিয়ার Nov 22, 2024