হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ‘নীতিগত’ অনুমোদন দিলেন নেতানিয়াহু

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ‘নীতিগত’ অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৪ নভেম্বর) রাতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরাপত্তা বিষয়ক পরামর্শের সময় তিনি এই অনুমোদন দেন। সোমবার (২৫ নভেম্বর) একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

তবে চুক্তির বিষয়ে ইসরায়েলের এখনো কিছু আপত্তি আছে। সোমবার এসব আপত্তির বিষয় লেবানন সরকারের কাছে পাঠানো হবে বলে সূত্রটি জানিয়েছে।

ইসরায়েলের আপত্তি এবং অন্যান্য বিষয় এখনো আলোচনাধীন রয়েছে। তাই একাধিক সূত্র জোর দিয়েই বলেছে, সব বিষয় সমাধান না হওয়া পর্যন্ত চুক্তি চূড়ান্ত হবে না। এ ছাড়া হিজবুল্লাহর সঙ্গে যেকোনো ধরনের যুদ্ধবিরতির চুক্তি ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেটি এখনো হয়নি।

দুই পক্ষের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলেছে, আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে তারা এ-ও স্বীকার করেছে যে ইসরায়েল ও হিজবুল্লাহ একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তাই সামান্য ভুলে আলোচনা ভেস্তে যেতে পারে।

Share this news on: